Home জাতীয় ব্রাহ্মণবাড়িয়ার ছুরিকাঘাতে নিরাময়কেন্দ্রের কর্মী নিহত, মাদকাসক্ত যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার ছুরিকাঘাতে নিরাময়কেন্দ্রের কর্মী নিহত, মাদকাসক্ত যুবক গ্রেপ্তার

42

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ায় রবিবার রাতে উপর্যুপুরি ছুরিকাঘাতে রাজীব পাল (৪০) নামে এক যুবক খুনের ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত রনি (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাত ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনা সম্পর্কে শহরের ফুলবাড়িয়া এলাকার প্রয়াস মাদক নিরায়ম কেন্দ্রের কর্মচারী শফিকুল ইসলাম রয়েল ও সজীব নামে দুই ব্যক্তি জানান, রনির বাবা নিরাময় কেন্দ্রে এসে তার মাদকাসক্তের কথা জানান। তাকে কেন্দ্রে ভর্তির জন্যও অনুরোধ করেন তিনি। এ অবস্থায় রবিবার (২২ আগস্ট) রাত আটটার দিকে কেন্দ্রের কয়েকজন রনিকে আনতে তাদের কাজীপাড়ার বাসায় যান। রনি নিরাময় কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে রাজীব ও রাশেদ নামে দু’জন আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। তিনি নারায়ণগঞ্জের ভুলতার কে. সি. পালের ছেলে। আহত রাশেদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সে জেলা শহরের ভাদুঘর এলাকার কুতুব মিয়ার ছেলে।
রনির বাবা শানু ভূঁইয়া ইয়া জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচারে পরিবারের সবাই অতিষ্ঠ। এ অবস্থায় ঈদের আগে তিনি আদালতে মামলা দায়ের করেন। রবিবার এ মামলার আদেশ হওয়ার কথা। এরই মধ্যে রনি রবিবার সকালে এক আত্মীয়ের দোকানে গিয়ে টাকা দাবি করে। এ অবস্থায় রনিকে মাদক নিরাময় কেন্দ্রে দিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক প্রয়াসের লোকজন বাড়িতে এলে রনি তাদের উপর হামলা করেন। এ ঘটনায় তিনি ছেলের বিচার চান। ব্রহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, মাদক নিরাময়কেন্দ্রের লোকজন ঘরে ঢোকার পরই রনি ক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি নিয়ে তাদের ওপর আক্রমণ করে।