Home খেলা বোর্ডের সঙ্গে ২ দফা মিটিং, তারপরও তামিমের না

বোর্ডের সঙ্গে ২ দফা মিটিং, তারপরও তামিমের না

39

ডেস্ক রিপোর্ট: চোটের কারণে ২০২১ সালের বড় এক অংশ কেটেছে মাঠের বাইরে। ২০২২ সালের শুরুতেই তামিম ইকবাল নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানোর মত এক সিদ্ধান্ত। বিসিবির সঙ্গে বারবার বৈঠকের পরও তামিম তার সিদ্ধান্তে অনড় বলে জানা গেছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘২৪ জানুয়ারি তামিমের সাথে আমাদের লম্বা একটা মিটিং হয়েছে। ২৫ জানুয়ারি আবারও বোর্ড সভাপতিসহ আমাদের একটা মিটিং হয়েছে- তামিম ও তার পরিকল্পনা নিয়ে।

তামিম তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ীই ক্রিকেট ক্যারিয়ারের বাকি সময়টুকু সাজাতে চান, যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য কোনো জায়গা নেই। জালাল ইউনুস বলেন, ‘তামিমের পরিকল্পনাটা আমি বলতে পারছি না, আপনারা তামিমের মুখেই শুনতে পারবেন। তবে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে। সে সেভাবেই এগোতে চাচ্ছে। কাজেই এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না।’

তিনি আরও বলেন ‘অবশ্যই, আমরা তো চাই তামিম টি-টোয়েন্টি চালিয়ে যাক। এটা আমি আগেও বলেছি- তামিম সাকিব, মুশফিক, রিয়াদ ওরা এখনও আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সেই দৃষ্টিকোণ থেকেই তামিমের সাথে কথা বলেছি।’-ইত্তএফাক