Home শিক্ষা ও ক্যাম্পাস বুয়েটে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

বুয়েটে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

28

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ১৫ আগস্ট সকালে বুয়েটের শহীদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। এসময় অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগন, রেজিস্ট্রার, হল প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, অফিস, ইনস্টিটিউট, সেন্টার প্রধানগনসহ বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বুয়েটের বিভিন্ন ক্লাব, হল, সামাজিক-সাংকৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ১৫ আগস্টে শহিদদের স্মরণ করেন।

দিবসটি উপলক্ষে বাদ আছর বুয়েট কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।