Home সাহিত্য ও বিনোদন বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের উদ্যোগে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক আড্ডা ও পুরস্কার বিতরণ

বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের উদ্যোগে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক আড্ডা ও পুরস্কার বিতরণ

46

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিট কর্তৃক আয়োজিত সামাজিক-সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই ) বিকাল ৩টায় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ আড্ডায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কবিতা অাবৃত্তিতে অংশগ্রহণ করে স্নেহামনি দেবনাথ কেয়া, সোহানা অাক্তার, রিমু রায়, ফারিয়া নিশাত, জানকী দেব প্রাচী, জয়শ্রী দেবনাথ, ফাইজা, আদিবা, জাসিয়া, পান্থ, আফরিদা, শহীদুল ও ফাইজা ইসলাম রাইসা। সংগীতে অংশ নেয় বহ্নিশিখা, তপশ্রী, শুভশ্রী, চৈতি, শ্রাবন্তী, শ্রেয়া, জয়তী, রানিশা, সূর্যশেখর, মোবারক সহ অন্যান্যরা।
বিভিন্ন ইভেন্টে বিজয়ী পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন,
কবিতা আবৃত্তি (ক বিভাগ)
১ম – উসমিতা, ২য় – ফারিয়া নিশাত, ৩য় – পান্থ চক্রবর্তী।
কবিতা আবৃত্তি (খ বিভাগ)
১ম – ফাইজা, ২য় – মাজিদা, ৩য় – স্নেহামনি।
সংগীত (ক বিভাগ)
১ম – জয়ীতা, ২য় – শ্রাবন্তী।
সংগীত (খ বিভাগ)
১ম – বহ্নিশিখা, ২য় – শুভ্রশ্রী।

বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
উক্ত আড্ডায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের (কর্মসূচি ও মনিটরিং) সহকারী পরিচালক মো: রেজাউল করিম, দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিলাস কৃষ্ণ চক্রবর্তী, বিটিআরআই’র সহকারী ম্যানেজার (ফ্যাক্টরি) অাব্দুস সোবহান, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো: তাজুল ইসলাম,
উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী রানী দাশ, আইসিটি শিক্ষক অতনু ভট্টাচার্য ও সহকারী শিক্ষক ঝলক দেবনাথ প্রমূখ।