Home সাহিত্য ও বিনোদন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিযোগিতামূলক বইপড়া কর্মসূচিতে সদস্য নেয়া হচ্ছে

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিযোগিতামূলক বইপড়া কর্মসূচিতে সদস্য নেয়া হচ্ছে

45

সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পরিচালিত একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচি। কেন্দ্রভিত্তিক ৩৮তম ব্যাচ। সদস্য নেয়া হচ্ছে।

কলেজের ছাত্রছাত্রীরা যাতে তাদের মন ও বয়সের উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বইপড়ার মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র তাদের জন্য একটি বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচির বইয়ের তালিকায় রয়েছে বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই।

বই পড়ার উৎসাহ বাড়িয়ে তোলার জন্য রয়েছে বিপুল সংখ্যক পুরস্কারের ব্যবস্থা। এই কর্মসূচিতে থাকছে ১২টি করে বই। কলেজের একাদশ শ্রেণির (ঢাকা মহানগর) যে কোনো ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এই কর্মসূচি চলবে ১৮ সপ্তাহ। ১৮ সপ্তাহে অংশগ্রহণকারীদের পড়তে হবে ১২টি বই।

বইপড়া শেষ হলে অনুষ্ঠিত হবে একটি ছোট্ট মূল্যায়ন পর্ব।

* মূল্যায়ন পর্বে যারা ৬টি বই পড়বে তারা পাবে স্বাগত পুরস্কার।
* যারা ৮টি বই পড়বে তারা পাবে শুভেচ্ছা পুরস্কার।
* যারা ১০টি বই পড়বে তারা পাবে অভিনন্দন পুরস্কার।
* যারা ১২টি বই পড়বে তারা পাবে সেরাপাঠক পুরস্কার।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হলে বিশ্বসাহিত্য কেন্দ্রে এসে নিম্নলিখিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে:

  • কলেজের আইডি কার্ডের ফটোকপি, ১কপি পাসপোর্ট ও ১কপি স্ট্যাম্প সাইজ ছবি দিতে হবে।
  • কর্মসূচিতে অন্তর্ভুক্তি ফি হিসেবে প্রদান করতে হবে ২০ টাকা।
  • নিরাপত্তা অর্থ হিসেবে জমা রাখতে হবে ৮০ টাকা।
  • বাড়িতে পড়তে নেয়া বই ফেরত দেয়া সাপেক্ষে এই অর্থ ফেরত দেওয়া হবে। মূল্যায়ন পরীক্ষা গ্রহণের পর তিন মাসের মধ্যে এই নিরাপত্তা অর্থ ফেরত নিতে হবে।

যোগাযোগের ঠিকানা:
বিশ্বসাহিত্য কেন্দ্র
১৭ ময়মনসিংহ রোড, বাংলামটর, ঢাকা ১০০০
ফোন: ৯৬১১২২৮-৯, ৯৬৬০৮১২, ৫৮৬১২৩৭৪
০১৮৬১৩৪৭৪২৭, ০১৭৬১৪৯৬৪৯৭, ০১৯৭১৪৭৫৮৯৫