Home খেলা বিশ্বকাপ ফুটবল: জাতীয় সঙ্গীত না গেয়ে ইরানের অভিনব প্রতিবাদ

বিশ্বকাপ ফুটবল: জাতীয় সঙ্গীত না গেয়ে ইরানের অভিনব প্রতিবাদ

30

ডেস্ক রিপোর্ট: ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয় বিশ্বকাপ ফুটবলের আসরকে। তাই খেলার বাইরে বিশ্বকাপ মঞ্চ হয়ে উঠে সংহতি কিংবা প্রতিবাদের ভাষা প্রকাশের মাধ্যম। এবার এমনটাই দেখা গেলো কাতার বিশ্বকাপে আয়োজিত ইরান-ইংল্যান্ড এর মধ্যকার ম্যাচে। ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন জানাতে খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে দেখা গেছে ইরান জাতীয় দলকে।

এসময় গ্যালারি থেকেও ইরানের দর্শকেরা ‘উইমেন,লাইফ, ফ্রিডম’ বলে সমর্থন জানাতে দেখা যায়। বিষয়টি নিয়ে ইরান জাতীয় দলের কোচ কার্লোস কুইরোজ বলেন, যেকোনো প্রতিবাদে অংশ নিতে খেলোয়াররা স্বাধীন।
গত সেপ্টেম্বরে হিজাব দিয়ে মাথা না ঢাকার কারণে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত হন ২২ বছর বয়সী মাহশা আমিনি। এরপরেই প্রতিবাদের ঝড় উঠে গোটা ইরানে।
এক মানবাধিকার কর্মী বিবিসিকে জানিয়েছে, ইরানে সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত হয়েছে। এছাড়া ১৬ হাজার ৮০০ মানুষ নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।
আমাদের সময়. কম