Home সাহিত্য ও বিনোদন বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছসিত খ‍্যাতিমান অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছসিত খ‍্যাতিমান অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

40

জাকির হোসেন আজাদী: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল খ‍্যাতিমান অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বিশ্বকাপে আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন। তিনি বতর্মান সময়ে তাঁর অসাধারণ অভিনয় দিয়ে বেশ আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেছেন। আজ দীর্ঘ সময় কথা হয় তাঁর সঙ্গে। সেই সময় তিনি বিশ্বকাপ ফুটবল নিয়ে তাঁর উচ্ছাসের কথা জানান।

তিনি বলেন, “আসলে এটা মন থেকে আসে। আমি ছোটবেলা থেকে ফুটবল খেলা খুব ভালোবাসি এবং ছোটবেলা থেকে আমার ম্যারাডোনাকে দেখে দেখে বড় হওয়া। উনাকে আমার খুব ভালো লাগতো। এর পরে আসলো মেসি। বেসিক্যালি মেসির জন্যই আমার আর্জেন্টিনা আরও বেশি ভালো লাগে।”

তিনি আরও বলেন, “আমার আশা এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার হবে। একটু ভালো খেললে অবশ্যই তাদের হাতেই যাবে, ইনশাআল্লাহ। আসলে যে যেই যেই দলটাকে ভালবাসে, সেই দলটা দুইবার জিতুক বা নাইবা জিতুক; কিন্তু একজন সাপোর্টার হিসেবে, একজন অডিয়েন্স হিসেবে আমি আমার ভালো লাগার ভালোবাসার ওই টিমটাকেই প্রাধান্য দিব। আর হার-জিত তো খেলার মধ্যে আছেই। তো জিতলেও আর্জেন্টিনা হারলেও আর্জেন্টিনা।

আমি আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসির অন্ধ ভক্ত। অবশ্যই অনেক খারাপ লাগছে যে, মেসির এটা শেষ বিশ্বকাপ। তাই বলে মেসির প্রতি ভালোবাসা একটুও কমবে না বা তাকে ভুলে যাব না। আমাদের মধ্যে আমরা যারা আর্জেন্টিনার মেসি ফ্যান, যারা অন্ধভক্ত; তারা আজীবন মেসিকে স্মরণ করব। অবশ্যই কারো জন্য কারো জায়গা খালি থাকে না। মেসি যখন থাকবে না, তখন আর্জেন্টিনায় আরেকজন দ্বিতীয় মেসির জন্ম হবে- এটাই আশা করি। হয়তো আর্জেন্টিনার টিমটা আরেকবার আরও বেশি গোছানো হবে। দল থেকে যখন একজন সিনিয়র পারসন বিদায় নেয়, তখন ওই টিমটা আরও বেশি শক্তিশালী হয়ে যায়।”

তিনি বলেন, “আর্জেন্টিনা ছাড়াও আরও অনেক শক্তিশালী দল আছে। যেহেতু আমার ভালোবাসা পুরোটাই আর্জেন্টিনার উপর, তাই আর্জেন্টিনার ছাড়া আর কোন দল চ্যাম্পিয়ান হবে; এটা আসলে আমি আমার অন্য অডিয়েন্সদের উপর ছেড়ে দিলাম।

প্রিয়াঙ্কা জামান মডেলিং, নাটক, সিরিয়াল ও চলচ্চিত্রে সমানতালে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে মোহাম্মদ আসলাম পরিচালিত তবুও প্রেম দামী, মোহাম্মদ মান্নান পরিচালিত কি করে বলবো প্রিয়তমা, মমতাজুর রহমান আকবর পরিচালিত যেমন জামাই তেমন বউ ও অপূর্ব রান্নার যন্ত্রণা সিনেমাতও অভিনয় করেছেন।

এছাড়াও বংশ বদল, স্বামী স্ত্রীর গল্প, জোকার, আমার একটা সঙ্গী ছিল, প্রেস্টিজসহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি।

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘একটা দলকে ভালো লাগার পেছনে কিন্তু বিশেষ কেউ থাকে। এটা সবার ক্ষেত্রেই। ব্রাজিলে যেমন এখন নেইমার আছে। পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনালদো আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ম্যারাডোনাকে আমার খুব ভালো লাগতো প্রথমে। ম্যারাডোনার অবিশ্বাস্য কীর্তির গল্প শুনতে শুনতে তার ভক্ত হয়ে যাই। পরে সেই তালিকায় যোগ হয় মেসি।’

তিনি বলেন , ‘মেসি তো মেয়েদের জাতীয় ক্রাশ। সেই হিসেবে মেসি আমারও অনেক ক্রাশ। মেসিকে ভালোবাসতে গিয়েই আর্জেন্টিনা সাপোর্ট করা বা ম্যারাডোনাকে পছন্দ করতে গিয়ে আর্জেন্টিনার ভক্ত হয়ে যাওয়া যায়।’

তিনি বলেন, ‘এ ছাড়া ওরা (আর্জেন্টিনা) অনেক ভালো খেলে এটা তো বলতেই হবে। ওদের খেলার মধ্যে জাদু আছে। আমি শুধু আর্জেন্টিনার ভক্তই না, আমি ওদের খেলার জাদুতে আসক্ত।’