Home রাজনীতি বাস-লঞ্চের বর্ধিত ভাড়া কমাতে হবে-জাসদ

বাস-লঞ্চের বর্ধিত ভাড়া কমাতে হবে-জাসদ

77

স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগরের উদ্যোগে জ্বালানী তেলের বর্ধিত মূল্য ও বাস-লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সহ-সভাপতি, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল। সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ সহ-সভাপতি এবং ঢাকা মহনগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুজ্জামান বাদশা, জাসদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, ঢাকামহানগর পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ সামসুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, করোনার পরে জীবনযাত্রা যখন স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখন হঠাৎ করেই জ্বালানী তেলের দাম বাড়ানো হলো। তারপরই সরকারের সাথে যোগসাজশ করে পরিবহন মালিকরা পরিবহন ধর্মঘট শুরু করে। পরিবহন মালিকদের খুশী করতে বিশেজ্ঞদের মত না নিয়ে সরকার তড়িঘড়ি করে পরিবহন মালিকদের সাথে লোক দেখানো বৈঠক করে বাস-লঞ্চের অযৌক্তিকভাবে বর্ধিত ভাড়া জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে। তারা বলেন, পরিবহন ব্যয় বাড়ার ঘটনাকে পুজি করে বাজার সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরেক দফা অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছে। জাসদ নেতৃবৃন্দ, অজুহাত নয় ভতুর্কী অব্যহত রেখে জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বাস-লঞ্চের অযৌক্তিক বর্ধিত ভাড়া কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য কমানো, বাজার সিন্ডিকেটের চক্রকে ধবংস, বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার-বিচার ও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হয়।