Home জাতীয় বাল্য বিবাহকে লাল কার্ড: জেলা প্রশাসক জহুরুল ইসলাম

বাল্য বিবাহকে লাল কার্ড: জেলা প্রশাসক জহুরুল ইসলাম

53

নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করতে হবে এবং বাল্য বিবাহকে লাল কার্ড দেখাতে হবে বলে জানিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশ্য করে আরো বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে কোন বিয়ে হয় না। এসব কাগজপত্র দেখিয়ে কেউ বিয়ে দেয়ার চেষ্টা করলে প্রশাসনকে অবগত করতে হবে। সেই সাথে প্রতিটি প্রতিষ্ঠানে বির্তক ক্লাব গঠন করতে হবে।

আটোয়ারী উপজেলার ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে “বঙ্গবন্ধুর আত্বজীবনী” বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আটোয়ারী উপজেলা প্রশাসন ও সকল ইউপি চেয়ারম্যনের বাস্তবায়নে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।

অন্যান্যদের মাঝে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, শিক্ষার্থী কানিজ তাসনোভা কানন প্রমুখ।

সভা শেষে ৬ষ্ঠ- ৮ম শ্রেণী ক গ্রুপে চার জন ও ৯ম-১০ম শ্রেণী খ গ্রুপে তিন জনকে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, রাধানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপির আওতায় ১৪ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরন করেন।

পরে উপজেলা ভুমি অফিস, এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক, ধামোর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে পল্লী সঞ্চয় ব্যাংক এর আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।