Home রাজনীতি বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

17

স্টাফ রিপোটার: বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ ৩০ ডিসেম্বর ২০২৩ ভোট ডাকাতির ৫ বছর; কালো দিবস উপলক্ষে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মোশারফ হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ মার্ক্সবাদী নেতা জয়দীপ ভট্টাচার্য, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। পরিচালনা করেন কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর বর্তমান আওয়ামীলীগ সরকার ভোট ডাকাতির (দিনের ভোট রাতে অর্থাৎ নিশি ভোট) মাধ্যমে ক্ষমতা নবায়ন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। এই দিনটিকে দেশবাসী কালোদিবস হিসেবে পালন করে আসছে।