Home রাজনীতি বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

38

ডেস্ক রিপোর্ট: কমিউনিস্ট লীগ ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র যৌথ উদ্যোগে ১০৪তম মহান অক্টোবর বিপ্লব বার্ষিকীর এক আলোচনা সভা ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে আজ রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র ভারপ্রাপ্ত সভাপতি কমরেড তুষার কান্তি দাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আবদুস সাত্তার, কেন্দ্রীয় সদস্য কমরেড শামীম ইমাম এবং ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কাজী নজরুল ইসলাম ফিরোজ। সঞ্চালনা করেন কমরেড নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশে আওয়ামী লীগের নেতৃত্বে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। বাক-ব্যাক্তি স্বাধীনতাসহ সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। জনগণের ন্যুনতম ভোটাধিকারকে নির্বাসনে পাঠানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। তারপরও সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেল ও বাসাভাড়া বৃদ্ধি করে জনগণের উপর বাড়তি বোঝা চাপিয়েছে। ছাত্রদের হাফ পাসের দাবি কার্যকরে সরকার গড়িমসি করছে। দারিদ্রতা ও কর্মহীনতা ক্রমাগত বাড়ছে। গরীব ধনী ব্যবধান বেড়েই চলছে। জনগণের জীবন-জীবিকা আজ হুমকির মুখে। দেশের এই ভয়াবহ সংকটকালে বক্তাগণ মহান অক্টোবর বিপ্লবের শিক্ষা কাজে লাগিয়ে শ্রমিক কৃষক মধ্যবিত্ত ও মেহনতি জনগণের গণতান্ত্রিক একনায়কত্ব প্রতিষ্ঠার সংগ্রাম জয়যুক্ত করার জন্য কমিউনিস্ট বামপন্থী আন্দোলন এবং শ্রেণী-গণআন্দোলন পুনর্গঠনের মধ্যদিয়ে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেন।