Home খেলা বানারীপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুনামের্ন্টে বন্দর মডেল স্কুল চ্যাম্পিয়ন

বানারীপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুনামের্ন্টে বন্দর মডেল স্কুল চ্যাম্পিয়ন

24

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুনামের্ন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দুটি খেলায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেছে। ১ জুন বৃহস্পতিবার বিকালে সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ২-০ গোলে হারিয়ে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের খেলোয়ার ফাহাদ ও সাফিন একটি করে গোল করে।
এসময় একই মাঠে দক্ষিন নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৩-১ গোলে হারিয়ে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের মারজান,আয়শা ও মল্লিকা একটি করে গোল করে। প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। এসময় তিনি বলেন আজকের এ শিশু খেলোয়াররাই একদিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জণ করে বানারীপাড়াবাসীকে গৌরবান্বিত করবে এবং সোনার মানুষ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে ভূমিকা রাখবে।
বানারীপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাহাদ সুমন,বানারীপাড়া থানার উপ-পরিদর্শক লেলিন,বানারীপাড়া স্পোর্টি ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন নাহার, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্রনাথ সমদ্দার নিপু,সদস্য মনিরুল আলম মিঠু,হাসানাত হোসেন,হুমায়ুন কবির ও জাহাঙ্গির হোসেন প্রমুখ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল এবং বিপ্লব সরদার খেলায় রেফারির দায়িত্ব পালণ করেন। খেলা শেষে প্রধান অতিথিসহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন।