Home জাতীয় বাগাতিপাড়ায় ১২ দফা দাবিতে স্মারক লিপি প্রদান

বাগাতিপাড়ায় ১২ দফা দাবিতে স্মারক লিপি প্রদান

80

তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কৃষক সমিতি ও আখচাষী সমিতি আগামী ১৯ নভেম্বরের মধ্যে চিনিকলগুলোতে মাড়াই কার্যক্রম শুরুসহ ১২ দফা দাবিতে যৌথভাবে স্মারক লিপি প্রদান করেছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের মাধ্যমে নাটোর জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
কৃষক সমিতি ও আখচাষী সমিতির দাবি গুলোর মধ্যে রয়েছে, বিলম্ব না করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে চিনিকলগুলোর আখ মাড়াই কার্যক্রম শুরু, দুই-তিন বছরের পুরোনো মুড়ি আখ গুড় তৈরির জন্য সীমিত পরিসরে হলেও মাড়াইয়ের সুবিধা প্রদান, আখের মূল্য বৃদ্ধি করে প্রতি মণ ২০০ টাকা করে তা বিক্রির সময় হাতে হাতে বিল প্রদান, চিনিকলগুলোকে বিরাষ্ট্রীয়করণের ষড়যন্ত্র বন্ধ করা, দেশি চিনি বিক্রির স্বার্থে বিদেশি চিনি আমদানি বন্ধ করার দাবি জানানো হয়। এছাড়াও কৃষকদের ১২ দফার অন্যান্য দাবিগুলো হলো, ৫ শতাংশ হারে কৃষকদের কৃষি ঋণ সুবিধা প্রদান, সেচকাজে গভীর ও অগভীর নলকূপের ক্ষেত্রে বিনামূল্যে ট্রান্সফরমার সরবরাহসহ সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ প্রদান, স্লুইচগেট অপসারণ করে নদীসমুহের পানি স্বাভাবিক প্রবাহ চালু ও বড়াল নদীর সীমানা নির্ধারন করা, মধ্যসত্ত্বভোগীর স্বার্থে নয় বরং খোদ কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলে ধান-গম ক্রয় ও গুদামজাত করন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, পাটের দাম মণ প্রতি ৫ হাজার টাকা করা ছাড়াও মালঞ্চি রেলস্টেশন পুনঃচালুকরন এবং বাড়ির ট্যাক্স কমানোর দাবি জানানো হয়। এর আগে এসব দাবির সমর্থনে শতাধিক কৃষক ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে সেখানে পথ সভায় কৃষকদের এই কার্যক্রমে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জাতীয় কৃষক সমিতির বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নাটোর সুগার মিলের আখচাষী সমিতির সভাপতি ও জাতীয় কৃষক সমিতির নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।