আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে একটি মার্কেটে বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছে । এঘটনা সোমবার রাজধানীর উত্তরাঞ্চলে সদর শহর এলাকায় ঘটেছে। মার্কেটে তখন মানুষজন ঈদুল আজহার কেনাকাটা করছিলেন। জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসি এ সংবাদ জানিয়েছে।

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। এই ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। তবে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস)-এর কথা শেনা যাচ্ছে ।

হামলার বিষয়ে নিরাপত্তা সূত্র জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। সোমবার আল-উহাইলিয়াত মার্কেটে এই বোমা হামলা হয়। অনেক দোকানে আগুন লেগেছে।

২০১৭ সালের শেষ দিকে ইরাকি সরকার সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের ঘোষণা দেয়। কিন্তু গোষ্ঠীটির স্লিপার সেলগুলো ছোট ছোট হামলা অব্যাহত রেখেছে।