Home জাতীয় বাউফলে আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

বাউফলে আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

336

বরিশাল অফিস : আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার হুমকিতে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। তার নাম সাথী আক্তার (১৫)। পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের যুগি বাড়িতে রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি (২০২১) পরীক্ষার্থী সাথী আক্তার। বটকাজল গ্রামের ১নং ওয়ার্ডের জাফর মৃধার কন্যা সে। সূত্র বলছে, একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবু হানিফ তালুকদারের ছেলে ডিস ক্যাবল কর্মী আক্কাসের (২২) সাথে সাথী প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। প্রেমের সূত্র ধরে আক্কাস তালুকদার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে আক্কাস অবৈধ মেলামেশার ভিডিও মুঠোফোনে ধারণ করে। ওই ভিডিও তার ঘনিষ্ঠ বন্ধু বটকাজল গ্রামের আঃ রব মৃধার ছেলে পারভেজ মৃধার কাছে সংরক্ষণে রাখে আক্কাস। পারভেজ মৃধা রোববার সকালে আপত্তিকর ভিডিও দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীর ভাই রনি মৃধার কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ ঘটনা জানাজানি হলে কিশোরী পরিবারের তোপের মুখে পরে। এরপর লোক-লজ্জার ভয়ে দিশেহারা কিশোরী নিজ ঘরের টিনের চালার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এদিকে, কিশোরীর আত্মহত্যাকে কেন্দ্র করে স্থানীয় এক কুচক্রিমহল রাজনৈতিক ও অর্থনৈতিক ফাঁয়দা লুটতে উঠেপড়ে লেগেছে। ঘটনার সাথে জড়িত নয় এমন নিরাপরাধদের জড়িয়ে দিতে থানায় দৌঁড়ঝাপ করারও অভিযোগ উঠেছে কুচক্রিমহলটি বিরুদ্ধে। যদিও এ বিষয়ে থানা পুলিশের ভাষ্য, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে, যাতে নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।
এ প্রসঙ্গে বাউফল থানার ওসি মো. আল-মামুন বলেন, খবর পেয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।