Home সারাদেশ বাংলা ভাষার অবমাননার অর্থ নিজের মা’কে অস্বীকার করা: উপমন্ত্রী হাবিবুন নাহার

বাংলা ভাষার অবমাননার অর্থ নিজের মা’কে অস্বীকার করা: উপমন্ত্রী হাবিবুন নাহার

44

মোংলা থেকে মোঃ নূর আলমঃ বাংলা ভাষার অবমাননার অর্থ নিজের মা’কে অস্বীকার করা। মূল্যবোধের অবক্ষয় রোধে বইমেলা উৎকৃষ্ট পন্থা। বই মানুষের জ্ঞান চক্ষুকে উন্মিলিত করে। বই মেলা যেন কোনদিন বন্ধ না হয়। নতুন নতুন লেখক-লেখিকার উদ্ভব হোক। সমাজের অবক্ষয় অনেক বেড়ে গেছে। মূল্যবোধ-চেতনাবোধ সব হারিয়ে ফেলছি। হাটাচলা-কথাবার্তায় বিদেশী ঢং। মাতৃভাষার মর্যাদা সকল ভাষার উপরে। মাতৃভাষার চর্চা করতে পারলে সবদিক থেকে লাভবান হবো। ১৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় মোংলাপোর্ট পৌরসভার আয়োজনে পৌর শহীদ মিনার চত্বরে তিনদিন ব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলাপোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার , সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও লেখিকা আফরোজা হীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক সেখ হেমায়েত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাষক এস এম মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন, কাউন্সিলর শিউলি আকন, জি এম আলামীন, গীতিকার মোল্লা আল মামুন প্রমূখ। আলোচনা সভার আগে প্রধান অতিথি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ফিতাকেটে এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বই মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এবং বই মেলার স্টল ঘুরে দ্যাখেন। এছাড়া বিকেল ৪টা থেকে শিশু চিত্রাংকণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার বইমেলার প্রথম দিনে প্রধান অতিথি হাবিবুন নাহার এমপি দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বই দুটি হলো গাঙচিল প্রকাশনা থেকে কবি আসমা আক্তার কাজল’র কাব্যগ্রন্থ ”স্মৃতির সিঁড়ি” ও মোংলা সাহিত্য পরিষদের ৩৫জন কবির ৬০টি কবিতা নিয়ে যৌথ কাব্যগ্রন্থ ”গোধূলীর রঙধুন”। সবশেষে ”শুকতারা” সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বইমেলায় অর্ধশতাধিক স্টলে নানা আয়োজন পরিলক্ষিত হয়।