Home রাজনীতি বাংলাদেশ সীমান্তে মায়ানমার বাহিনীর শেল হামলা, হত্যার নিন্দা জানিয়েছে সিপিবি

বাংলাদেশ সীমান্তে মায়ানমার বাহিনীর শেল হামলা, হত্যার নিন্দা জানিয়েছে সিপিবি

32

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ সীমান্তে মায়ানমার বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ শেল হামলা এবং মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, এই হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি ভয়ানক হুমকি। অথচ, বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলায় লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। যে মিয়ানমার সরকার এবং সেনাবাহিনীর নিরীহ রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর জন্য আজ বিশ্বব্যাপী গণধিকৃত সে মিয়ানমার বাহিনীর এ অপরাধের জন্য সিপিবি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং ঢাকাস্থ মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করার জোর দাবি জানাচ্ছে। একইসঙ্গে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানায়।