Home শিক্ষা ও ক্যাম্পাস “বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা জালিয়াতিতে আটক ১”

“বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা জালিয়াতিতে আটক ১”

42

প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষেরগুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষায় জালিয়াতি করার দায়ে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বহিস্কৃত শিক্ষার্থী দ্বীন ইসলাম ঢাকা মিরপুরের ০১ এর নিবাসী নওয়াব আলীর ছেলে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং রুমে পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষার্থীর কাছে ব্লুটুথ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।পরে বিষয়টি দৃষ্টিগোচর হলে কেন্দ্রে দ্বায়িত্বরত শিক্ষকেরা তা জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। এরই সাথে ঐ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় ।

এবিষয়ে প্রক্টর প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলেও শুধু একজন শিক্ষার্থী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে।এ জন্য আমরা তার পরীক্ষা বাতিল করেছি। তার বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

অভিযুক্ত শিক্ষার্থী দ্বীন ইসলাম বলেন, আমার কাছে ডিভাইস থাকলেও ব্যাগে থাকা ফোনটি বন্ধ ছিল ।

উল্লেখ্য, দ্বীন ইসলাম গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পালনীয় ০২ নম্বর নিয়ম ভঙ্গ করেছে। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।