Home শিক্ষা ও ক্যাম্পাস বশেমুরবিপ্রবিতে পিএইচডি করলেন সহকারী অধ্যাপক ওমর ফারুক

বশেমুরবিপ্রবিতে পিএইচডি করলেন সহকারী অধ্যাপক ওমর ফারুক

63

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথম পিএইচডি সম্পন্ন করলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক৷

বুধবার (২৫ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ সাহিদুর রহমান তত্ত্বাবধানে তার পিএইচডির ফাইনাল ডিফেন্স অনুষ্ঠিত হয়।

এসময়ে, পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ সাহিদুর রহমান (সুপারভাইজার), বশেমুরবিপ্রবির ড. শেখ আশিকুর রহমান প্রিন্স (কো সুপারভাইজার),কাজাকিস্তানের কেআইপিএম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনোয়ার মাহমুদ (অনলাইন) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক প্রফেসর ড. কে,এম, জাহিদুল ইসলাম।

এব্যাপারে ওমর ফারুক বলেন, আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একদশক পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন শিক্ষক এখানে পিএইচডি করেননি। আসলে বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত করতে এ বিষয়ে সবার দৃষ্টি থাকা প্রয়োজন। তাছাড়া বিষয়টি শিক্ষার্থীদের মাঝেও বেশ আগ্রহ সৃষ্টি করবে।

নিজস্ব বিশ্ববিদ্যালয়ের এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম পিএইচডি ফাইনাল ডিফেন্স সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন বিভাগের পক্ষ হতে তাকে অভিনন্দন জানানো হয়।