Home শিক্ষা ও ক্যাম্পাস বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কমিটির দাবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কমিটির দাবিতে মানববন্ধন

38

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, আমরা সেই ২০১২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম শুরু করেছি। কিন্তু দু:খের বিষয় হলেও সত্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় কমিটি প্রদান করা হলেও কমিটি দিতে পারেনি জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন সময়ে আমাদের কমিটি প্রদানের বিষয়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এর কোন প্রতিফলন আমরা দেখতে পাই নাই। ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় নেতৃত্বে (সাদ্দাম-ইনান) যারা রয়েছেন তারা যেন অবশ্যই আমাদের এ করুন অবস্থার কথা মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অবশ্যই জানান। একইসাথে গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য শ্রদ্ধাভাজন শেখ ফজলুর করিম সেলিম চাচার কাছে আমাদের কষ্টের কথা উপস্থাপন করেন।

তারা আরও জানান, আমরা রাজপথে নামতে চাই নাই।আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা এ মানববন্ধন থেকে বলতে চাই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে যারা রয়েছেন তারা সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে দায়বদ্ধ। আমাদের মধ্যে আর নেতৃত্বের প্রতিযোগিতা নেই। সংগঠন যে অন্ধকার থেকে পরিচালিত হচ্ছে সেই অন্ধকার থেকে মুক্তি পাবার জন্য জননেত্রীর সাথে আলোচনা করুন, সেলিম চাচার সাথে আলোচনা করে একটি সুন্দর কমিটি উপহার দেন। আমারা বিশ্বাস করি বর্তমান নেতৃবৃন্দের মাধ্যমেই আমাদের এই এক যুগের কান্না প্রশমিত হবে।

নেতাকর্মীরা আন্দোলনের হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের সুন্দর কমিটি দেবার জন্য কোন অগ্রগতি যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দের তরফ থেকে না দেখি তাহলে এ আন্দোলনকে আমরা আরও বেগবান করব। এরই অংশ হিসেবে আগামী ১৫ তারিখ থেকে অনশন শুরু করব। কারণ এ বিশ্ববিদ্যালয়ের কমিটি আমাদের অধিকার।

উল্লেখ, বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১২ সাল থেকে দীর্ঘ এক যুগ পার হয়ে গেলেও ক্যাম্পাসে ছাত্রলীগের কোন প্রকারের কমিটি প্রদান করা হয়নি।