Home রাজনীতি বরিশাল বাকেরগঞ্জ দাড়িয়াল ইউনিয়ন জাসদের সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল বাকেরগঞ্জ দাড়িয়াল ইউনিয়ন জাসদের সম্মেলন অনুষ্ঠিত

36

বরিশাল অফিস: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন জাসদের সম্মেলন আজ ৪ মার্চ শনিবার বিকাল ৪:৩০টায় জাতীয় সংগীতের মাধ্যমে উদ্ধোধন হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন। সভায় বক্তব্য রাখেন, জাসদ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা জাসদের সভাপতি এড আবদুল হাই মাহাবুব, জাসদ দফতর সম্পাদক ও বরিশাল জেলা জাসদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ(ন-মা) কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননী, চড়াদি ইউনিয়ন জাসদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. আলতাফ হোসেন, সভা পরিচালনা করেন, যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন বাচ্চু,। সভাপতিত্ব করেন দাড়িয়াল জাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক।
প্রধান অতিথির ভাষনে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি তার ভাষনে- মজুদদার, মুনাফাখোর, দলবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করার জন্য প্রধানমন্ত্রী প্রতি আহবান জানান। তিনি বলেন, বৈশ্বিক কারনে দ্রবমুল্য বৃদ্ধির জন্য দেশের মানুষ কষ্টে আছে। মানুষ এতটা কষ্টে থাকব এটা হতে পারে না। কষ্ট থেকে রেহাই দেয়ার কাজটি প্রধানমন্ত্রীকেই করতে হবে। তিনি আরও বলেন, আমরা কষ্ট থাকতে পারি কিন্তু তালেবানী শাসন প্রতিষ্ঠার বিএনপি-জামাতের চক্রান্ত রুখে দিবোই। আমরা কখনোই বাংলাদেশে তালেবানী শাসনে প্রতিষ্ঠা করতে দেবোনা। তিনি বলেন, দুর্নীতি, দলবাজি, সাম্প্রদায়িকতার অবসান করে সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়তে জাসদের সংগ্রাম চলছে, চলবেই।