Home সারাদেশ বঙ্গোপসাগরে ধরা পড়ল ২০ কেজির কোরাল

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২০ কেজির কোরাল

16

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বঙ্গোপসাগরে এবার এক জেলের জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। জেলে শাকিল মাঝির ইলিশের জালে এই মাছটি ধরা পড়ে। বুধবার দুপুরে কোরাল মাছটি কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে আসা হয়। পরে নিলামের মাধ্যমে ১ হাজার ৫০ টাকা কেজি দরে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ি শাহাবুদ্দিন মাছটি কিনে নেন।
জেলে শাকিল মাঝি জানান , সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে কোরালটি আটকা পড়ে। এর আগে এত বড় মাছ তাদের জালে ধরা পড়েনি। প্রথমে মাছটি জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। তবে মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে জেলেরাও খুশি।
মাছ ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, সমুদ্রিক বড় মাছের চাহিদা রয়েছে। তাই মাছটি ঢাকার বাজারে পাঠানো হবে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে আরও বড় বড় মাছ রয়েছে। জেলেরা গভীর সাগরে জাল ফেললে আশা করা যায় নিরাশ হবেন না। আগের চেয়ে সাগরে মাছের উৎপাদন বেড়েছে।