Home জাতীয় বঙ্গোপসাগরের ট্রলার ডুবি: ২৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের ট্রলার ডুবি: ২৫ জেলে নিখোঁজ

38

বরিশাল অফিস: বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ১২টি মাঝারি ফিশিং ট্রলারসহ মোট ২০টি ছোট-বড় মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকের পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন মোবাইল ফোনে জানান, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ে সাগরে মাছধরারত দুবলারচরের ২০টি ছোট জেলেবোট সাগরে ডুবে গেছে। এ ঘটনায় দুইজন জেলে নিখোঁজ হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে তারা দুবলারচর থেকে ৪০/৫০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে মাছ ধরছিলেন এসময় আকস্মিক ঝড়ে উত্তাল সাগরে বগা এলাকার দুটি ফিসিংবোট ডুবে গেছে। ডুবে যাওয়া ফিসিংবোট গুলো হচ্ছে এফবি মায়েরদোয়া এবং এফবি আনিস। ডুবে যাওয়া বোটের ৩০ জন উদ্ধার করলেও এখনও ২৫ জন নিখোঁজ রয়েছে ।