Home সাহিত্য ও বিনোদন বঙ্গবন্ধুর স্মরণে সাংবাদিক আজাদী’র একটি অসাধারণ গান

বঙ্গবন্ধুর স্মরণে সাংবাদিক আজাদী’র একটি অসাধারণ গান

57

আমি হিমালয় দেখিনি
দেখেছি শেখ মুজিবকে
আমার কাছে মনে হয়েছে
তিনিই হিমালয়,
যিনি বাঙালির মুখে হাসি ফোঁটাতে
সয়েছেন জুলুম অবলিলায়।।

সংগ্রামী এক বিশ্ব নেতা যিনি
অদম্য অবিচল দৃঢ়চেতা তিনি
অত‍্যাচারীর বুকে কাঁপন যিনি
গরীব দুখীর বড় আপন তিনি,
স্বাধীনতার স্থপতি যিনি
অমর অব‍্যয় অক্ষয়।।

তিনি ভাষাহীনের মুখের ভাষা
যিনি দিশাহারার আলোর দিশা
তিনি বঞ্চিত জাতির শেষ ঠিকানা
মানচিত্র বর্ণমালা পতাকার নিশানা,
আজ লক্ষ মুজিব ঘরে ঘরে
যারা অবিচল তাঁর চেতনায়।।

যাঁর হুঙ্কারে কাঁপতো জালিম শাহীরা
তাঁর প্রতিবাদে প্রাণ পেতো বঞ্চিতরা
যাঁর মত নেতা কেউ বিশ্বে মাঝে নয়
তাঁর হাতে এলো এ জাতির বিজয়,
স্বর্ণাক্ষরে তাঁর লেখা রবে নাম
যতদিন না হবে মহাপ্রলয়।।

Remembering Bangabandhu in songs
Zakir Hossain Azadi

I have not seen the Himalayas
I saw Sheikh Mujib
It seems to me
He is the Himalayas,
Who brings smile to Bengali’s face He died in oppression.

A world leader who struggles He is indomitable and determined Who
trembles in the chest of the tyrant He is
the great friend of the poor,
who is the architect of freedom
Immortal preposition Akshay.

He is the language of the languageless
Who is the direction of the light of disorientation
He is the last resort of the deprived nation map alphabet flag marker,
Today, lakhs of Mujibs are at home Those who are steadfast in his consciousness.

Jalim Shahira trembled at his voice
The underprivileged would get their lives due to his protest
There is no leader like him in the world
The victory of this nation came to him.
His name was written in golden letters As long as there is no great deluge.