Home কৃষি ফুলতলায় ২০০ প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ফুলতলায় ২০০ প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

43

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যেগে ও উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে খরিপ-২ (২০২২-২৩) মৌসুমে উফশী আমন ধান চাষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাঃ রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুস সাকীব শাহিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার (আইসিটি) পুষ্পেন্দু দাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০০ জন চাষির মাঝে উফশী আমন ধানের ০৫ (পাঁচ) কেজি বীজ, ১০ (দশ) কেজি ডিএপি সার ও ১০ (দশ) কেজি এমওপি সার বিতরণ করা হয়।