Home জাতীয় ফুলতলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার উপর হামলা করে পা ভেঙে দেয় দূর্বৃত্তরা

ফুলতলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার উপর হামলা করে পা ভেঙে দেয় দূর্বৃত্তরা

38

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলতলা উপজেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ফুলতলা উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও ফুলতলা প্রেসক্লাবের সদস্য ডা. জয়দেব সরকার কতিপয় দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিকসুত্রে জানা যায়, গত সোমবার থানায় অভিযোগ মৌখিক শেষে ইউপি সদস্যের আহবানে ফিরে আসার পথে বিকেল সাড়ে ৫ টায় ফুলতলা বাজারস্থ ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে পূর্ব শত্রুতার জের ধরে ২৫/৩০ জন দূর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জয়দেব সরকারকে নৃশংশভাবে ডান পায়ের ৩ টি স্থানের হাড় ভেঙে তাকে মারাত্মক জখম করে। পরে, স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডা. জয়দেব সরকার এর উপর ষড়যন্ত্রমুলক সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, ফুলতলা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক গৌতম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক এস সনজিৎ বসু, বাংলাদেশ হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ফুলতলা উপজেলার শাখার সভাপতি বিমল কৃষ্ণ মন্ডলসহ সকল নেতৃবৃন্দ।

ফুলতলায় সিএনজি চালকের আত্মহত্যা
ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- পারিবারিক কলহের জের ধরে ফুলতলা উপজেলার রাড়িপাড়া গ্রামের ভাড়াটিয়া সিএনজি চালক মাসুদ রানা (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন জানান, গত সোমবার মাসুদ রানা ও তার স্ত্রী মুসলিমা খাতুন নড়াইলে দাওয়াতে গিয়ে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির এক পর্যায়ে সে বাড়ি ফিরে আসে। দুপুরে সবার অলক্ষ্যে ঘরের ভেতর ডাবার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মতহ্যা করে। পরে, বাড়ির লোকজন টের পেয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সে রাড়িপাড়া গ্রামের হরমুজ খাঁর বাড়ির ভাড়াটিয়া ও যশোর জেলার এনায়েতপুর এলাকার রফিকুল ইসলামের পুত্র। গতকাল পোস্ট মর্টেম শেষে লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি অপমৃত্যু মামলা (নং- ০৫, তারিখ- ১৬/০৫/২২ ইং) দায়ের করা হয়েছে।