Home জাতীয় ফুলতলায় কলেজ ছাত্র রোহান হত্যাকান্ডের ঘটনায় ঢাকা থেকে ১ ও ২ নং...

ফুলতলায় কলেজ ছাত্র রোহান হত্যাকান্ডের ঘটনায় ঢাকা থেকে ১ ও ২ নং আসামী গ্রেফতার

36

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের ঘটনায় সিআইডি পুলিশ মামলার এজাহারভুক্ত ১ ও ২ নং আসামী তাসিন মোড়ল ও সাব্বির ফারাজীকে গ্রেফতার করেছে। সিআইডি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর ৪ টায় ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের খুলনায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে গতকাল দুপুর ১২ টায় কলেজের উদ্যোগে এক শোকসভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, গর্ভনিং বডির সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, গর্ভনিং বডির সদস্য সেলিম আহম্মেদ, লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ড. জাকির হোসেন খাঁন, ফিরোজা আক্তার বানু, নিজাম উদ্দিন সরদার, গাজী মামুনুর রশিদ, ফুটলাল দত্ত প্রমুখ। শেষে দোয়া মাহফিল পরিচালনা করে কলেজের সহকারী অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম। উল্লেখ্য, গত ৩১ মার্চ ইভটিজিং এ বাঁধা প্রদান করায় কিশোর গ্যাংয়ের ৫ মাদকাসক্ত সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে সৈয়দ আলিফ রোহানকে। থানা পুলিশ মামলার ৩ নং আসামী দীপ্ত সাহাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্থান্তর করা হয়। অপরদিকে, ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে ফুলতলার বিভিন্ন পয়েন্ট থেকে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতদের জ্ঞিাসাবাদ ব্যাপক শেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।