Home জাতীয় ফুলতলায় কলেজছাত্র হত্যাকান্ডে গ্রেফতার আরও ১, ভিকটিমের মোবাইল উদ্ধার

ফুলতলায় কলেজছাত্র হত্যাকান্ডে গ্রেফতার আরও ১, ভিকটিমের মোবাইল উদ্ধার

42

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আসামী দীপ্ত সাহার ১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে সিআইডি কাজী শাহারিয়ার আহম্মেদ প্রান্ত (২০) কে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড করা হয়। সে উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের কাজী সাকির হোসেনের পুত্র ও তাজপুর গ্রামের মোশাররফ হোসেন মোল্যার বাড়ির ভাড়াটিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, গত ২ এপ্রিল মামলার এজাহারভুক্ত আসামী দীপ্ত সাহা’র বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নাম আসে কাজী শাহারিয়ার আহম্মেদ প্রান্ত’র। পরে গত সোমবার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ডান পকেট থেকে ভিকটিম সৈয়দ আলিফ রোহানের ব্যবহৃত হাওয়াই মোবাইল উদ্ধার করা হয় (০১৮৩২২০৩৯৭৩)। গ্রেফতারকৃত আসামী প্রান্ত গতকাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মো¯Íাফিজুর রহমান এর নিকট ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। উলেøখ্য, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের ছবি তোলা, ইভটিজিং ও উত্যক্ত করার সময় বাঁধা প্রদান করে ভিকটিম সৈয়দ আলিফ রোহান। পরবর্তীতে, ৩১ মার্চ ঐ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে সৈয়দ আলিফ রোহানকে। পরে, গত ০১ এপ্রিল নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১) দায়ের করেন।