Home সারাদেশ ফরিদপুরে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

ফরিদপুরে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

164

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: মঙ্গলবার ফরিদপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশাজীবির মানুষের সাথে বেলা ১১:৩০মি: মতবিনিময় করেন পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম হোসেন, পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, সহকারী কমিশনার (ভূমি) মুর্শিদা খাতুন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: খলিলুর রহমান সরকার, প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহাব, ফরিদপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ। মত বিনিময় সভায় উপজেলার অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, বাংলাদেশ আওয়ামীলীগ এর নেতাকর্মী ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় বক্তাগণ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে ফরিদপুর উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন। প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ ফরিদপুর বাজারের সীমাবন্ধতার কথা তুলে ধরে বলেন এবং ওয়াপদা বাঁধ এর বড়পিট ভরাট করে বাজার সম্প্রসারণ করার অনুরোধ করেন।