ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় দাবি করেছে, প্রায় ৫ হাজার বছরের পুরাতন একটি মাথার খুলির সন্ধান পেয়েছে, ২০ থেকে ৩০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে প্লেগবাহিত রোগের নমুনা মিলেছে। যা কিনা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ‘ব্লাক ডেথ’ এ প্রাণ হারানো রোগী হিসেবে চিহ্নিত করেছে গবেষকরা।

গবেষনার তথ্য অনুযায়ী, প্রায় ৫ হাজার বছর আগে লাতভিয়ায় মৃত্যু হয় ওই ব্যক্তির । তিনি প্লেগের প্রাথমিক স্তরের একটি স্ট্রেইন দ্বারা আক্রান্ত ছিল।

ধারণা করা হচ্ছে এই প্লেগটিই পরবর্তীতে ১৩০০ শতাব্দীতে মহামারী রূপে গোটা ইউরোপে ছড়িয়ে পরে এবং এতে প্রায় মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী প্রাণ হারায়।

জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের ডা. বেন ক্রাউস এ বিষয়ে বলেন, আবিষ্কারকৃত খুলিটি অন্তত ৫৩০০ বছরের পুরাতন এবং এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরাতন প্লেগে আক্রান্ত ব্যক্তি তিনিই।-আমাদের সময়.কম