Home সারাদেশ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এতিম শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এতিম শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ।

23

আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম ও সদর শিশু সনদ এতিমখানার ছাত্রদের মাঝে বিনামূল্যে শতাধিক ডিম বিতরণ করা হয়েছে।

২২ এপ্রিল ২০২৪ সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব ডিম এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়াও এতিম শিক্ষার্থীদের মাঝে ইউএনও স্বাস্থ্য সম্মত চকলেট বিতরণ করেন।

এসময় প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলডিডিপির সম্প্রসারণ কর্মকর্তা শাকিল, ওই মাদ্রাসার শিক্ষক আব্বাস আলীসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিম বিতরণের পূর্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ ডিমের পুষ্টি সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন।