Home জাতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শ্রমিকদের বিক্ষোভ; পুলিশের বাধা

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শ্রমিকদের বিক্ষোভ; পুলিশের বাধা

65

স্টাফ রিপোটার: শ্রমিকদের বকেয়া বেতন ও আইনগত পাওনা পরিশোধে দুই বার চুক্তি ভঙ্গের প্রতিবাদে ঢাকার শ্রম ভবনে লাগাতার অবস্থানের দশম দিনে আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে মহাসড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যলয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
শ্রম ভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির শুরুতেই বিপুল সংখ্যক পুলিশ বাধা প্রদান করে। এসময় পুলিশি বাধা উপেক্ষা করে শ্রমিকদের মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব অতিক্রম করে কদমফুল ফোয়ারার সামনে গেলে দ্বিতীয় দফা পুলিশ বাধা দেয়। শ্রমিকরা সেখানেই সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, স্টাইলক্রাফট লিমিটেড এবং ইয়ং ওয়ান লিমিটেড কারখানা দুটি ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে নানাভাবে বেতন ভাতা এবং ঈদ বোনাস না দিয়ে শ্রমিকদের বঞ্চিত করছে। যার ফলে উক্ত কারখানার ৪২৪৩ জন শ্রমিক-কর্মচারী আজ এক চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।