Home জাতীয় প্রথম দিনে পদ্মা ব্রীজে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রথম দিনে পদ্মা ব্রীজে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

36

বিশেষ প্রতিনিধি: স্বপ্নের পদ্মা সেতু ঘুরে ফেরার পথে পদ্মা ব্রীজে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই যুবক হলেন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের বন্ধু জয়দেব রায় জানান, তারা ৬ বন্ধু তিন মোটরসাইকেল যোগে পদ্মা সেতু ওপার যান। পরে সেখান থেকে ফেরার পথে ব্রিজের উপর দূর্ঘটনার শিকার হয়। আমরা দুই মোটরসাইকেল চার জন আগে চলে আসি। পেছনে তাদেরকে না দেখতে পেয়ে আবার পিছনের দিকে খোঁজ নিতে গিয়ে জানতে পারি তারা দুর্ঘটনার শিকার হয়েছেন।

সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের বাড়ি দোহার-নবাবগঞ্জের সামসাবাদ। একই থানার হরিশপুর গ্রামের বাসিন্দা নিহত ফজলু। ফজলু বিদেশ ফেরত, আলমগীর মোটর মেকানিক।

নিহত ফজলুর বন্ধু সুব্রত জানায়, আজকেই নতুন মোটরসাইকেল কিনেছে ফজলু। গত এক মাস পূর্বে বিবাহ করেছেন তিনি। তারা ৬ বন্ধু তিন মোটরসাইকেলযোগে পদ্মা সেতু দেখতে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।