Home বাণিজ্য ও অর্থনীতি প্রতি ভরি স্বর্ণের দাম কমলো ৮৪০ টাকা

প্রতি ভরি স্বর্ণের দাম কমলো ৮৪০ টাকা

12

ডেস্ক রিপোর্ট: সর্বশেষ প্রতি ভরি স্বর্ণের দাম কমাণো হয়েছে ৮৪০ টাকা। কমানোর পরে সর্বশেষ বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। শনিবার ( ২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে নতুন মূল্য কার্যকর করার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) । বাজুসের মূল্য নির্ধারন ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কিছুটা কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারন করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী , ভালো মানের ২২ ক্যারেটের এক বরি ( ১১ দশমিক ৬৬৪ গ্রাম ) সোনার দাম এ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা।