ডেস্ক রিপোর্ট: রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম প্লান্টের প্রধান জ্বালানি ও জ্বালানি সরবরাহের সার্টিফিকেট গ্রহণ এবং জ্বালানি মজুতের মডেল পাওয়ার মাধ্যমে পারমানবিক শক্তি উৎপাদনকারী ক্লাবে পা রেখেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য রাশিয়ার কোম্পানী রোসাটমের প্রতিনিধির কাছ সনদ ও মডেল প্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানে ভাষন প্রদান করেন।
২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া সফরের সময় রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিক হয়।