Home জাতীয় পাবনা ফরিদপুরে চৌরাস্তায় ড্রেজার পাইপ; প্রশাসনের নিরবতায় ঘটছে দূর্ঘটনা

পাবনা ফরিদপুরে চৌরাস্তায় ড্রেজার পাইপ; প্রশাসনের নিরবতায় ঘটছে দূর্ঘটনা

149

ফরিদপুর (পাবনা)সংবাদদাতাঃ বনওয়ারীনগর বাজারের প্রবেশ পথ চৌরাস্তা মোড় তেতুলতলা ও রুলদহ বাধ পর্যন্ত ড্রেজার পাইপের জন্য জনসাধারনের চলাচলে ভোগান্তি ও দূর্ঘটনা ঘটছে। এখানে সিএনজি স্ট্যান্ড ও আটো স্ট্যান্ড হওয়ায় ব্যাস্ততম চৌরাস্তা মোড়ে প্রচুর মানুষ সবসময় অবস্থান করে। ড্রেজার পাইপের জন্য সবসময় জ্যাম লেগে থাকে।পার ফরিদপুর দেওভোগ কাশিপুর, গোপালনগর , টিয়ারপাড়া, মৃর্ধাপাড়া,ডেমড়া ও ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাওয়ার একমাত্র রাস্তা। ব্যাস্ততম রাস্তা উপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। চৌরাস্তার মোড়ের উপর পাইপ দেওয়ায় ভ্যান ও গাড়ী ঘোরাতে দূর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত দূর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। এতে জনসাধারণের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়েছে। জনগনের প্রশ্ন চৌরাস্তায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসন নিরব কেন? বালু ব্যবসায় ফরিদপুরের নির্বাচিত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যরা সম্পৃক্ত থাকায় প্রশাসন ও নিবর ভুমিকা পালন করছে। এলাকাবাসীর চাওয়া প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ড্রেজার পাইপ মোড় থেকে অপসারণ করে একটু সামনে সরিয়ে নিলে দূর্ঘটনা থেকে এলাকাবাসী রক্ষা পাবে।