Home সাহিত্য ও বিনোদন পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির আয়োজন

পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির আয়োজন

39

ডেস্ক রিপোর্ট: আজ পহেলা বৈশাখ ১৪ এপ্রিল বৃহস্পতিবার। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকাল ৮টায় বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণের পর স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব মো: আছাদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতেই ঢাকা সাংস্কৃতিক দলের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ, আজ জীবন খুঁজে পাবি’ শিরোনামে পরিবেশিত হয় সমবেত সংগীত। এছাড়াও শিশু সংগীত দলের ‘এ মাটি নয় জঙ্গিবাদের,,,,,’, সরকারি সংগীত কলেজের পরিবেশনা ‘আজি নতুন রতনে, ভূষণে যতনে,,,ওই বুঝি কালবৈশাখী সন্ধ্যা আকাশ’, বাউল দলের ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এবং ভাওয়াইয়া দলের ‘বার মাসে তের ফুল ফুটে’ ও যেজন প্রেমের ভাব জানেনা’ শিরোনামে সমবেত সংগীত পরিবেশিত হয়। মেহরাজ হক তুষার এর পরিচালনায় শিশু নৃত্যদলের নৃত্য পরিবেশনা ‘আমরা সুন্দরের অতন্ত্র প্রহরী’, বাফা এর নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবির পরিচালনায় ‘ নতুন দিনে নতুন আলো রাঙ্গা নতুন সাজ, নাগর দোলায় দুলছে যেন সবারই মন আজ, বছর ঘুরে এলো আবার ফিরে নতুন বৈশাখ’, নৃত্য নন্দন এর এম আর ওয়াসেফ পরিচালিত ‘বারো মাসে তের পার্বণ’,স্পন্দন এর অনিক বোস পরিচালিত ‘জাগো জাগো জাগো জাগোরে রঙ্গে..’এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদলের পরিবেশনা ও মেহরাজ হক তুষার এর পরিচালনায় ‘সহজ মানুষ’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশিত হয়। আবৃত্তি শিল্পী গোলাম সারোয়ারের ‘ নববর্ষে , কবি সুফিয়া কামাল’, জয়ন্ত চট্রোপাধ্যায় এবং বর্ণা সরকার আবৃত্তি পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন সুরোবালা, সমির বাউল, কাজল দেওয়ান এবং বাবলী দেওয়ান।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তামান্না তিথী।