Home জাতীয় পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে আইজিপি বরাবর হত্যা’র হুমকীর অভিযোগ

পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে আইজিপি বরাবর হত্যা’র হুমকীর অভিযোগ

110

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবী থানার ওসি পারভেজ
ইসলামের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা ব্যক্তি পারভেজ আহমদ আইজিপি বরাবর এবার তাকে মিথ্যা মামলায় হয়রানী ও ওসি কর্তৃক হত্যার হুমকীর অভিযোগ করেছে।
পারভেজ আহমদ তার অভিযোগে বলেন, ওসি পারভেজ ইসলাম গং আমাকে এবং আমার পরিবারকে মাদক ব্যবসায়ী বানানোর উদ্দেশ্যে গভীর রাতে অনাধিকারভাবে তালা ভেঙ্গে লুটতরাজ, ভাংচুর, ডাকাতি ও চুরির ঘটনা ঘটায় গত বছর ১৮ নভেম্বর।
আমার ছোট ভাইয়ের স্ত্রী ও আমি ইতিপূর্বে আপনাকে এবং পুলিশ কমিশনারকে বিষয়টি অবগত করি। দীর্ঘ সময় আপনারা কোন ব্যবস্থা গ্রহণ না করার প্রেক্ষিতে বিচার না পাওয়ার হতাশায় সিএমএম আদালতে আমার আইনজীবির মাধ্যমে চলতি বছর ২০ জানুয়ারী নালিশ দাখিল করে শুনানীর পর আদেশের জন্য অপেক্ষায় থাকার সময় বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে মামলার কার্য্যক্রমকে বানচাল ও
আমাকে পাকড়াও করার উদ্দেশ্যে ওসি পল্লবী পারভেজ ইসলাম গং অতর্কিতে আদালতে উপস্থিত হয়ে আমার উপর চড়াও হয়। কোনভাবে আমি প্রাণে রক্ষা পাই, পরবর্তীতে গত ২৩ জানুয়ারী জানতে পারি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমোদন না থাকায় আদালত আমার মামলা খারিজ করে দিয়েছে। এই মুহূর্তে আপনার কাছে কোন বিচার না পেলে আমি উচ্চ আদালতের স্বরনাপন্য হব। মাঠ পর্যায়ের পুলিশের অপরাধ বিষয়ে
আপনার ও কমিশনার কার্য্যালয়ের বিলম্ব তাদের অপরাধকে মৌন সমর্থন দেয় না কি?
অভিযোগে পারভেজ আহমদ আরো উল্লেখ করেন, তিনি জানতে পেরেছেন, ওসি বিবাদী তৈরী করে বিভিন্ন থানায় তার নামে, তার পরিবারের সদস্য এবং শুভাকাঙ্খিদের নামে মিথ্যা মামলা দিয়ে ওসি পারভেজ আহমদকে হত্যা পরিকল্পনা করছেন। এভাবেই ওসি তার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিশোধ নিবে।
এই বিষয়ে পারভেজ আহমদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি বিভিন্ন সোর্সে খবর পাচ্ছি ওসি আমার বড় রকমের ক্ষতি করবে। আমি দীর্ঘদিন থেকে কোন মামলা না থাকার পরও বাসায় বা আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারছি না। আমি সবার কাছে ধরনা দিয়েও বিচার পাচ্ছি না। আমি তাই বাধ্য হয়ে আইজিপি বরাবর আবার অভিযোগ জমা দিলাম। সেই সাথে বিষয়টি প্রধানমন্ত্রী কার্য্যালয়,
জননিরাপত্তা সচিব, ডিজিএফআই, পুলিশ কমিশনারসহ সকলকে অবগত করেছি। এরপরও বিচার না পেলে আমি উচ্চ আলাদতে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না।