Home রাজনীতি পক্ষকালব্যাপী প্রচার কর্মসূচি ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি

পক্ষকালব্যাপী প্রচার কর্মসূচি ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি

36

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সভা সাম্রাজ্যবাদী অপতৎপরতা, চরম দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, বাজার সিন্ডিকেট ভেঙে দিতে ‘রুখো আমিরিকা, রুখো বিএনপি জামাত’ এই শ্লোগানে আগামী ১৫-৩০ সেপ্টেম্বর ২০২৩ প্রচার পক্ষ পালনের কর্মসূচির ঘোষণা করেছে। হত্যা-হামলা-খুন-অপহরণ, বিশেষ করে শিশু-নারী নির্যাতনের বিরুদ্ধে একই সঙ্গে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় গৃহীত এই কর্মসূচি ১৫-২২ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে ২৩-২৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত উপজেলা/থানা পর্যায়ে ও ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সমস্ত জেলায় একই সাথে প্রচারপত্রবিলি, সমাবেশ বিক্ষোভ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিট তাদের স্ব স্ব এলাকার জরুরী দাবি সমূহ এর সাথে যুক্ত করে সামনে আনবেন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ সকল কর্মসূচিতে অংশ নেবেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭ আগস্টের পলিটব্যুরোর সভায় আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরার সদস্যবৃন্দ কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড অধ্যাপক নজরুল হক নীলু, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।