Home জাতীয় নির্বাচনে পক্ষপাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন শাপলা ফোরাম একাংশের

নির্বাচনে পক্ষপাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন শাপলা ফোরাম একাংশের

26

প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ভোটগ্রহণ ও গণনা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন এবং পক্ষপাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ -এর একাংশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি অধ্যাপক রেজওয়ানুল ইসলামের সঞ্চালনায় লিখিত বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী আখতার হোসেন, অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক তপন কুমার জোদ্দার, অধ্যাপক শেলিনা নাসরিন, অধ্যাপক মেহের আলী, সহযোগী অধ্যাপক আব্দুলøাহ আল মাসুদ, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদ, ইবি প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুম, ইবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল কারচুপির অভিযোগ করেন অধ্যাপক মাহবুবর রহমান। এসময় তিনি উত্থাপিত অভিযোগের পক্ষে ৮টি সন্দেহজনক কারন উল্লেখ করেন। নির্বাচনে ৬২টি ব্যক্তিগত ভোট বাতিলের বিষয়টি নীতিমালা বহির্ভ‚ত এবং নজীরবিহীন বলে দাবি করে অধ্যাপক মাহবুব বলেন, আমরা নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে এগোতে চাই। এক্ষেত্রে, নির্দেশনার ৫ নম্বর ধারা অনুযায়ী ত্রুটিপূর্ণ ভোটসংশ্লিট ব্যালটসমূহ বাতিলপূর্বক ভোট পুণঃগণনার জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক সরওয়ার মুর্শেদ বলেন, তারা সংবাদ সম্মেলন করতেই পারেন। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে ভোটগ্রহণের সময় তাদের পর্যবেক্ষক ছিলেন; তিনি পর্যবেক্ষণ করেছেন। আমরা নিয়মতান্ত্রিকভাবেই সবকিছু করেছি। নিয়ম মেনে আজ কমিটিও গঠন হয়েছে।

ফোরামের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, তাদের সংবাদ সম্মেলনে উত্থাপিত কিছু অভিযোগের কথা শুনেছি। তবে ম্যানিপুলেশনের অভিযোগ শুনে আমরা দুঃখ পেয়েছি। তারপরও বলি, সামনে শিক্ষক সমিতির নির্বাচন। আমরা চেষ্টা করব সবাই একসাথে কাজ করতে চাই।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর মমতাজ উদ্দিন ভবনের দ্বিতীয় তলায় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শাপলা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন ভোটগ্রহণ ও গণনা শেষে ফল প্রকাশ করতে রাত প্রায় সাড়ে নয়টা বেজে যায়। এতে অধ্যাপক আনোয়ার-আরফিন গ্রুপের শিক্ষকরা ৯টি এবং অধ্যাপক মাহবুব-রেজওয়ান গ্রুপের শিক্ষকরা ৬টি আসন লাভ করে। ফলাফল ঘোষণার পরপরই তারা তৎক্ষণাৎ সম্মেলন করে ফল পুনঃগণার দাবি জানান। এরপর একাধিকাবার চিঠি দিয়েও সুরাহা না পেয়ে অবশেষে আজ সংবাদ সম্মেলন করেন। এদিকে একাংশের সংবাদ সম্মেলনের দিনই অন্য অংশের বিজয়ী শিক্ষকরা শাপলা ফোরামের কমিটি গঠন করেন।