Home রাজনীতি নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির প্রথম নারী সাধারণ সম্পাদক

নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির প্রথম নারী সাধারণ সম্পাদক

20

স্টাফ রিপোর্টারঃ ঢাকা জেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন এ্যাড.নিপুন রায় চৌধুরী। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ৫ সদস্যদের কমিটি অনুমোদন করেন।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।নিপুণ রায় চৌধুরী কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি হিসেবে২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন।

২০১৭ সাল থেকে নিপুণ রায় চৌধুরী ঢাকা জজকোর্টের আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি বিএনপির রাজনীতি ২০১৪ সালের আন্দোলন সংক্রিয় ভূমিকা রাখে । তিনি আন্দোলন সংগ্রাম খুব সক্রিয় ভূমিকা রাখেন, এজন্য তিনি কারাবন্দি হন। তিনি সারা বাংলাদেশ অত্যান্ত জনপ্রিয় নেত্রী।

তিনি ঢাকার ঐতিহ্যবাহী ইডেন কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। নিপুণ রায় চৌধুরী ঢাকা ব্যাংকে উচ্চ পদে কর্মরত ছিলেন।

প্রসাঙ্গত নিপুণ রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় পুএবধু ও বিএনপির সহ-সভাপতি নিতাই রায় চৌধুরী মেয়ে। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান।