Home সারাদেশ নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন- বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন- বিক্ষোভ মিছিল

40

আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত ‘নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। (১সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি ঘোষণা দেওয়া হলে প্রায় সাত শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে দুপুরে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক সুজন মিয়া জানান, সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে সব ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু বাড়েনি নাকুগাঁওয়ে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের শ্রমের মূল্য। বেশ কিছুদিন যাবত দফায় দফায় পত্র চালাচালির পর মালিক পক্ষের সাথে বৈঠক করেও এর কোন সুরাহা মেলেনি। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত মালিক সমিতি সময় নেয়। কিন্তু ওই সময় পার হয়ে গেলেও তারা কোন প্রকার সুরাহা দেননি। প্রতি সিএফটি পাথর লোড করতে তাদের ৩ টাকা করে দেওয়া হয়। বর্তমান বাজার মূল্যের সাথে মিল রেখে তারা এক টাকা বাড়িয়ে ৪ টাকা দাবী করেন। দাবী মানা না পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।