Home জাতীয় নারীদের পোশাক নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষন নারীদের উপর হেনস্তা: জাতীয় নারী জোট

নারীদের পোশাক নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষন নারীদের উপর হেনস্তা: জাতীয় নারী জোট

49

জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা এক বিবৃতিতে বলেছেন, নরসিংদী রেল স্টেশনে একজন নারীকে পোশাকের অজুহাত তুলে একদল হেনস্তারকারীর মধ্যে আটক এক ব্যক্তির জামিন শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণে নারীদের পোশাক নিয়ে যা বলা হয়েছে তা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। তিনি বলেন, নারীদের পোশাক নিয়ে হাইকোর্টের এই পর্যবেক্ষণ ‘পথেঘাটে নারীদের হেনস্তা এবং ধর্ষণের জন্য নারীদেরকেই দায়ী নারীদের পোশাককেই দায়ী করার’ নোংরা নারীবিদ্বেষ মনোভাবকেই উৎসাহিত করবে এবং নারীদের উপর হেনস্তা, নির্যাতন, ধর্ষণ বেড়ে যাবে। তিনি হাইকোর্টের পর্যবেক্ষনের বিষয়ে আপীল বিভাগের ফুল কোর্টের স্বতপ্রনোদিত মতামত আশা করেন।