Home সারাদেশ নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

26

তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বাস্তবায়নে সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ও উপজেলা আ’লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ। সভায় বক্তারা বলেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব একাধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়াসী নারী, জাতির পিতার সকল লড়াই- সংগ্রাম- আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাতা। স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। পরে ৭ জন দুস্থ মহিলার মাঝে সাতটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ।