Home সাহিত্য ও বিনোদন নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটানোর বিকল্প নেই: আনজীর লিটন

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটানোর বিকল্প নেই: আনজীর লিটন

35

ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধের চেতনা শিশু কিশোরদের মধ্যে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে বাংলা একাডেমীর মহাপরিচালক, বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক আনজীর লিটন বলেছেন, আগামী প্রজন্মকে দেশপ্রেমীক হিসেবে গড়ে তুলতে হলে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটানোর কোন বিকল্প নেই। এজন্য শিশু একাডেমির পক্ষ থেকে আমরা কাজ করে যাব।সোমবার জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে বাংলা একাডেমীর নব নিযুক্ত মহাপরিচালকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিশু-কিশোরদের অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন। তাই সোনার বাংলায় সোনার মানুষ গড়ে তুলতে খেলাঘর সহ আমাদের সবাইকে একযোগে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অধিকার প্রতিষ্টায় কাজ করা উচিত।
এসময় খেলাঘর সংগঠকরা একাডেমীর পক্ষ থেকে সারাদেশে শিশু বান্ধব কর্মসূচী গ্রহণের দাবি জানান।
খেলাঘরের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক নিরজ্ঞন অধিকারী, ডা. শাহদাত হোসেন নিপু, প্রণয় সাহা, শফিকুর রহমান শহীদ, আবদুল মান্নান, হান্নান চৌধুরী, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, মোস্তফা ইকবাল, সামিনা জাহান, মো. আদেল প্রমুখ।