Home জাতীয় নতুন প্রজন্মই সোনার বাংলার কাণ্ডারী-মুক্তিযোদ্ধা আবুল কাশেম

নতুন প্রজন্মই সোনার বাংলার কাণ্ডারী-মুক্তিযোদ্ধা আবুল কাশেম

111

স্টাফ রিপোর্টার।। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার আহ্বান জানালেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার মহান বিজয় দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানিয়ে ‘৭১-এর রণাঙ্গনের এই বীর সেনানি বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটি সার্বজনীন জনযুদ্ধ। ধর্ম, বর্ণ শ্রেণিপেশার সর্বস্তরের বাঙালির ঐক্যবদ্ধ লড়াইয়েই আমরা পেয়েছি সোনার বাংলাদেশ।

তিনি বলেন, এই বাংলাদেশ এগিয়ে নিতে ধর্মের বিভেদ ভেঙ্গে মুক্তিযুদ্ধের চার মূলনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সে দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আ ন ম শামসুল আলম বলেন, আমাদের নিজ নিজ দায়িত্ব সমূহ সঠিকভাবে পালন করলেই মুক্তিযুদ্ধের সোনার বাংলা গড়া সম্ভব।

বাংলা মাধ্যম দিবা শাখার সিনিয়র শিক্ষক মহিবুল হাসানের পবিত্র কুরআন তিলাওয়াত, প্রভাতি শাখার শিক্ষক মাখন লাল দাসের পবিত্র গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ভার্সন প্রভাতি শাখার শাখা প্রধান ইমেলদা হোসেন। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ফয়সাল শামীম, ইংলিশ ভার্সন দিবা শাখার শাখা প্রধান মোঃ রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজ শাখার ইংরেজি প্রভাষক মাহবুব আলম বাচ্চু, ইংলিশ ভার্সন প্রভাতি শাখার সিনিয়র শিক্ষক হাজেরা খাতুন।