নড়াইল সংবাদদাতা ।। নড়াইলের লোহাগোড়ার দিঘলীয়ায় সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মীতা এবং এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল ১৯ জুলাই দলটির পলিটব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সাংসদ লুৎফুল্লাহ মুস্তফা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শন করে এ হামলার সুষ্ঠু বিচার ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় লুৎফুল্লাহ মুস্তফা বলেন, “সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে স্বার্থান্বেষী মহল প্রতিবার নির্বাচনের পূর্বে এ ধরণের নৈরাজ্য তৈরী করে। এবারো তাই করা হচ্ছে।” তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

 সেখানে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইলের সাবেক সাংসদ কমরেড এ্যাড. শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এড. কমরেড নজরুল ইসলাম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় প্রমুখ।