Home সারাদেশ ধান কাটায় বাঁধা দেওয়ায় কলাপাড়ায় তিন রাখাইন নারী আহত

ধান কাটায় বাঁধা দেওয়ায় কলাপাড়ায় তিন রাখাইন নারী আহত

35

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বিরোধীয় সম্পত্তিতে ধান কাটাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় তিন রাখাইন নারী আহত হয়েছে। আহতরা হলো রাখাইন মাসে (৩৮), নিমিসে (৪৮) ও উচাংখেন (৫৩)। এদের মধ্যে রাখাইন নারী মাসেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলালতী গ্রামে।
আহতদের স্বজন রাখাইন নারী মায়া বলেন, তাদের দাবিকৃত সম্পত্তিতে স্থানীয় রুবেল শিকদারের নেতৃত্বে ফোরকান মৃধা, নিজাম গাজী, জাকারিয়সহ আরো বেশ কয়েকজন ধান কাটতে যায়। এ সময় তারা বাঁধা দিলে হামলা চালায়। তিনি আরো বলেন, এর আগেও তারা তাদের বাড়ি ঘরে হামলা করেছে। এ বিসয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও কলাপাড়া থানায় লিখিত ভাবে অভিযোগ দিয়েও কোন সুফল পাইনি। এমনকি আমাদের বসত বাড়িতে হামলার প্রতিবাদে মানবন্ধনও হয়েছে।
তবে এ বিষয়ে রুবেল শিকদারের সাথে কথা হলে তিনি বলেন, এটা তাদের নিজেদের ব্যাপর। আমার নামে তারা মিথ্যা আভিযোগ করেছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারহা তাসনিম তৃনা বলেন, আহত তিন জনকেই চিকিৎসা দেয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পরবর্তিতে তদন্ত স্বাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।