Home জাতীয় দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিত বাংলাদশী মাদক চারাকারবারী নিহত

দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিত বাংলাদশী মাদক চারাকারবারী নিহত

29

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ড বিএসএফ’র গুলিত লিটন বিশ্বাস (৩২) নাম এক বাংলাদশী মাদক চারাকারবারী নিহত হয়ছ। স দলতপুর উপজলার প্রাগপুর ইউনিয়নর সীমাÍ সংলগ বিলগাথুয়া গ্রামর আকবর আলী বিশ্বাসর ছল। শনিবার রাত সাড় ৮টার দিক এ ঘটনা ঘট।
¯ানীয় সূত্র জানায়, লিটন বিশ্বাসর নতত্ব একদল মাদক চারাকারবারী ভারত থক মাদক করছিল। এসময় ১৫১-৬(এস) সীমাÍ পিলার সংলগ ভারতর পশ্চিমবঙ্গর নদীয়া জলার হাগলবাড়িয়া থানার মঘনা সীমান্ত ১৪১ বিএসএফ কমান্ডট অধিন¯ মঘনা ক্যাম্পর টহলরত বিএসএফ তাদর লক্ষ্য কর গুলি ছাড়। বুক গুলিবিদ্ধ হয় লিটন বিশ্বাস নিহত হল অপর মাদক চারাকারবারীরা বাংলাদশ সীমানায় পালিয় আস। পর বিএসএফ লিটন বিশ্বাসর লাশ উদ্ধার কর হাগলবাড়িয়া থানায় সাপর্দ কর।
বিএসএফ’র গুলিত বাংলাদশী চারাকারবারী নিহত হওয়ার বিষয় ১৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্ত প্রাগপুর বিজিবি কাম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়ক সুবদার আমজাদ হাসন স্থানীয় গণমাধ্যম কর্মীদর জানান, এ ঘটনার এখনও সত্যতা পায়নি এবং পরিবারর পক্ষ থকও কান অভিযাগ করা হয়নি। তব প্রাগপুর ইউপি চয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার এ ঘটনার সত্যতা স্বীকার বলছন, বিএসএফ’র গুলিত লিটন নাম এক মাদক চারাকারবারী নিহত হয়ছ। লাশ ফরতর বিষয় বিজিবি’র কাছ বিএসএফ কান পত্র দয়নি বল তিনি উল্লখ করন।