Home রাজনীতি দেশপ্রেম ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: মনু এমপি

দেশপ্রেম ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: মনু এমপি

45

জাতির পিতার সমাধিতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্যের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার: দেশপ্রেম ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। এ সময় ১৫ আগস্টে ঘাতকের নিমম বুলেটে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি। শনিবার সকাল পৌনে ১১ টায় টুঙ্গিপাড়ায় ঢাকা-৫ নির্বাচনী এলাকার ৫ হাজার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ মন্তব্য করেন। এরপর অসহায় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ৬৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম দিলু, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু ও সাধারণ সম্পাদক, কাউন্সিলর আবুল কালাম অনু, ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজ প্রধান, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, শ্রমিক নেতা আবুল হোসেন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল, ৪৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন, যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহামন খান আতিক, ৬২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বিপ্লবসহ আরো অনেকে।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হবে। এ কথা মাথায় রেখেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আপনারা দেখেছেন দেশ কীভাবে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ নিজের টাকায় পদ্মা সেতু করে বহির্বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, আপনারা দেখছেন আমার নেত্রী ঢাকা-আরিচা মহাসড়কের চারলেনে উন্নতি করছে। তার পাশাপাশি প্রতিটি স্টেশনে মানুষের জানমালের নিরাপত্তার জন্য ওভার ব্রিজ করা হচ্ছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।